বিএনপি আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশে আক্রমণ করতে এলে চুপচাপ বসে থাকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তবে তাদের সমাবেশস্থলে আক্রমণ করবেন না বলে জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শান্তি সমাবেশ করব। তারা আক্রমণ করতে আসলে চুপচাপ বসে থাকব না। শান্তির সমাবেশে হামলা হলে পালটা হামলা হবে।’
তবে তিনি বলেন, ‘আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাব না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেব না।’
তিনি আরও বলেন, ‘আমরা উসকানি দেব কেন? আমাদের তার কোনো প্রয়োজন নেই। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারব। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনো এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
২৮ অক্টোবর বিএনপির আন্দোলনকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ৭১ এর চেতনা ধারণা করে না। তারা ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ধারণা ধারণ করে। তারা প্রতিরোধের নামে সহিংসতা করতে চায়।’
তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) যেভাবে কথা বলে তার মানে তারা প্রতিরোধের নামে সহিংসতায় যেতে চায়। বিএনপি বলে তারা ১৯৭১ সালের চেতনা ধারণ করার কথা, কিন্তু তারা সেটি করে না।’
নির্বাচন নিয়ে কোনো চাপ পাচ্ছেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কোনো চাপের কথা জানি না। চাপ কেন হবে? অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে সেখানে চাপের কিছু নেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশে সবসময় আতঙ্ক থাকে। রাজনীতিতে এমন ভয়, আতঙ্ক থাকেই। এর মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানেল নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন। এরপর আনোয়ারা প্রান্তে জনসভায় অংশ নেবেন। উদ্বোধনের পরের দিন সকাল ৬টা টানেলে গাড়ি চলাচল শুরু হবে।
Comment here