বিএনপি নিয়ে এক-এগারোর মতো প্রচারণা চলছে: মির্জা ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিএনপি নিয়ে এক-এগারোর মতো প্রচারণা চলছে: মির্জা ফখরুল

বিএনপিকে কেন্দ্র করে ১/১১-এর মতো মতো প্রচারণা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকে অভিযোগ করছে দখলদারত্বের, এইটা কিন্তু ক্যাম্পেইন (প্রচারণা) চলছে, কনসার্নড (সচেতনভাবে) ক্যাম্পেইন। আমি বলতে বাধ্য হচ্ছি, আবার সেই আগের মতো, ১/১১-এর মতো মতো বিএনপিকে কেন্দ্র করে সেগুলো করা হচ্ছে। আমি মনে করি এগুলো অত্যন্ত অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে কারণ বিএনপি গত ১৫ বছর ধরে এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে, করছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়া ৬ বছর কারাভোগ করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাসনে এই কারণেই। অনেকে নিহত, গুম, মামলার শিকার হয়েছেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির অবদানকে খাটো করার একটি পরিকল্পিত ক্যাম্পেইন আছে। আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করেছি, লড়াই করেছি, ১৫ বছর ধরে করছি- উদ্দেশ্য তো আমাদের একটা ছিল। কি সেটা? জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারে না, তার অধিকার সে প্রয়োগ করতে পারে না। সে কারণে আমরা ভোটের অধিকারের লড়াই করেছি।’

তিনি বলেন, ‘এটা অবশ্যই এ কথা মনে রাখতে হবে গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধি ছাড়া কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। বাংলাদেশের বড় ব্যবসায়ীদের সঙ্গে আমি কথা বলেছি, প্যাট্রয়টিক (দেশপ্রেমিক) ব্যবসায়ী যারা। তারা মনে করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার দরকার। অন্তর্বর্তী সরকারে প্রয়োজন আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে কাজকে এগিয়ে নিতে হবে।’

বিগত সরকারের সহযোগীদের বিরুদ্ধে ঢালাও মামলা চলছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এই মামলা নেওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাচাই করা উচিত। ঢালাও মামলা একেবারে বন্ধ হওয়া দরকার। এমন কোনো মামলা দেবেন না, যার সারবত্তা থাকবে না। যেখানে জড়িত সেভাবেই মামলা দিন।’

Comment here