ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের বাসায় পুলিশ প্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে। আজ বুধবার রাত ৯টার পর তার বাসায় পুলিশ প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মিরপুরের পল্লবীতে অবস্থিত আমিনুল হকের বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে পুলিশ।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। এরপর মহাযাত্রা কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।
গত ১৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত জনসমাবেশ থেকে এ ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। এখান থেকে মহাযাত্রা শুরু হবে। এরপর এই সরকারের পতন না পর্যন্ত আমরা থেমে থাকব না। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে কিন্তু সমস্ত বাধা-বিপত্তিকে অতিক্রম করে এই মহাসমাবেশকে সফল করে জনগণের অধিকার আদায় করার জন্য আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’
Comment here