নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নামক অপরাজনীতির হোতা যেন আর কখনো ক্ষমতায় না আসতে পারে। এই অপশক্তি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক। এরাই বাংলাদেশের সাম্প্রদায়িক অপরাজনীতির সূচনা করেছে। তাই বাংলাদেশের মানুষ এদের নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।’
গতকাল রাজধানীর রামনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আওয়ামী মোটরচালক শ্রমিক লীগের ত্রিবার্ষিক দ্বিতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের।
তিনি বলেন, ‘বিএনপি যদি আবারও ক্ষমতায় আসে, তবে রক্তস্রোত বইয়ে দেবে। আবার দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। এই দলকে জনগণ প্রত্যাখ্যান করেছে, তারা প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করছে। চক্রান্তের চোরাপথে দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আওয়ামী মোটরচালক লীগের সম্মেলনে গিয়ে সংগঠনের নামে যেন চাঁদাবাজি, দখলবাজি ও অপকর্মের অভিযোগ না আসে, সে বিষয়ে সতর্ক করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা যেন এই সংগঠনের নামে কোনো চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ না পাই। কোনো অপকর্মের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে শাস্তি হবে। আওয়ামী লীগের নাম যেখানে আছে, সেটা দুর্নামের অংশ হতে পারে না।’
এর আগে রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংগঠনটির দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলনে আলী হোসেনকে দ্বিতীয় মেয়াদে সভাপতি এবং বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ওবায়দুল কাদের।
কমিটি ঘোষণার আগে তিনি বলেন, ‘মোটরচালক লীগ প্রতিষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতে। কাজেই এই প্রতিষ্ঠানের কর্মকা- ও নেতৃবৃন্দ সম্পর্কে আমার জানার সুযোগ হয়েছে। দুর্দিনে আন্দোলন, সংগ্রামে এই সংগঠনের নেতাকর্মীরা রাজপথে ছিলেন। বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের মোকাবিলা করতে গিয়ে যেসব মোটরচালক জীবন দিয়েছেন আজকে আমি তাদের স্মরণ করছি। অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকে চিরদিনের জন্য পথে বসে গেছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির জ্বালাও-পোড়াও অপরাজনীতির সেই দিনে জীবনে ঝুঁকি নিয়েছিলেন মোটরচালকরা এবং গণতান্ত্রিক সরকারের প্রধান শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিলেন। ’
সংগঠনের কার্যক্রম পরিচালনায় স্বচ্ছ থাকার আহ্বান জানিয়ে মোটরচালক লীগের নেতাকর্মীদের ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা শেখ হাসিনার নাম ব্যবহার করছেন, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করছেন। এ জন্য আমি বলব শেখ হাসিনার যে আদর্শ, বঙ্গবন্ধুর যে আদর্শ সততার আদর্শ। সততার কারণে শেখ হাসিনা আজ সারাদুনিয়ায় প্রশংসিত। দল করলে দলের নিয়ম মেনে চলতে হবে। দলের নিয়মশৃঙ্খলা যারা মানবে না, তাদের আওয়ামী লীগের অধীনে কোনো সংগঠন করার অধিকার নেই।’
Comment here