বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন : রেলমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিনা টিকিটে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেওয়া তিন যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করায় তাদের জরিমানা করেছেন এক টিটিই। পরে সেই টিটিইকে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে।

তবে আজ শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানালেন, তিনি ওই তিন যাত্রীকে চেনেন না। তাদের সঙ্গে কোনোও সম্পর্ক নেই।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করা যাত্রীরা আমার আত্মীয় নন। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘ঘটনাটি শনিবার সকালেই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি, ওই টিটিই বিনা টিকিটের যাত্রীদের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। সে কারণেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রেলের দাপ্তরিক কার্যক্রমের সঙ্গে আমার কোনো সংযোগ নেই। ঘটনার সঙ্গে আমার কোনো আত্মীয় জড়িত নন। রেল কর্মকর্তারা ওই টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আমি কিছুই জানতাম না।’

মন্ত্রী বলেন, ‘বিনা টিকিটের যাত্রী যদি মন্ত্রীর আত্মীয়ও হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। একইভাবে কোনো রেল কর্মকর্তা যদি যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন, তাকেও শাস্তি পেতে হবে। যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে টিটিইর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ওই তিন যাত্রীকে জরিমানা করেন টিটিই মো. শফিকুল ইসলাম। পরের দিন বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

 

Comment here