নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘রাজনীতির সময় এটা নয়। রাজনীতি করার অনেক সময় আছে। আসুন, বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করি।’
আজ রোববার ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে তার বাসভবন থেকে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের।
ব্রিফিংয়ে সেতুমন্ত্রী বলেন, ‘যারা ৭ মার্চ ও ৭ জুন পালন করে না তাদের স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস নেই। মুজিববর্ষের ৭ জুনের তাৎপর্য অনেক গভীর। তবে করোনার এই পরিস্থিতিতে এবারকার ৬ দফা দিবস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব দিয়ে মানুষ বাঁচানো ও করোনা প্রতিরোধের মতো দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। তিনি সংকটে সাহসী ও সফল একজন রাষ্ট্রনায়ক। সবাইকে ঐক্যবদ্ধভাবে অভিন্ন শত্রু করোনা মোকাবিলায় কাজ করতে হবে।’
ঐতিহাসিক ৭ জুন সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘৬ দফা বাঙালির মুক্তির সনদ। ৬ দফা ভিত্তিক ১১ দফা আন্দোলনের ফলশ্রুতিতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি জাতির পিতা বঙ্গবন্ধুর কারামুক্তি ঘটে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়।’ ৬ দফাকে স্বাধিকার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক বলেও অভিহিত করেন ওবায়দুল কাদের।
Comment here