নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তৃতা-বিবৃতিতে এক দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের কথা বলছে, অন্যদিকে নিজেদের লোক দিয়ে বিরোধী-দলের নেতাদের ওপর হামলা চালাচ্ছে। এর মধ্য দিয়ে সরকারের স্ববিরোধীতাই ফুটে উঠছে। আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘সোমবার কুমিল্লার চান্দিনায় এক সভায় যাওয়ার সময় আওয়ামী লীগের লোকজন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ীতে বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলার পর আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’
মির্জা ফখরুল বলেন, এলডিপির মহাসচিবের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে এখন ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন চলছে।
বিএনপি মহাসচিব বলেন, আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদ আরও কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা এ ধরণের হামলার মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটানো হচ্ছে।
এলডিপি মহাসচিবের ওপর আজকের এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান বিএনপির মহাসচিব।
Comment here