সারাদেশ

বিশ্বজুড়ে হঠাৎ মেসেঞ্জারে বিভ্রাট

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে হঠাৎ করে বিভ্রাট দেখা দিয়েছে।আজ বৃহস্পতিবার বিকেল থেকে অনেকেই মেসেজ পাঠাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ডাউন ডিটেক্টর জানিয়েছে, বিশ্বে প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। অভিযোগকারীরা জানাচ্ছেন কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারও আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও তা দেরিতে যাচ্ছে। ইউরোপের দেশগুলোতে সমস্যা বেশি হচ্ছে। এর মধ্যে ফ্রান্স এবং বেলজিয়াম থেকে সবচেয়ে বেশি অভিযোগ করা হয়েছে। বাংলাদেশের অনেক ব্যবহারকারীও অভিযোগ করছেন।

এদিকে সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার বিকেলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে ফেসবুকের একজন মুখপাত্র বলেন, ‘কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি। যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি।’

 

Comment here

Facebook Share