বিশ্বাস ছিল এটি সবার ভালো লাগবে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিশ্বাস ছিল এটি সবার ভালো লাগবে

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ট্রল’। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। এছাড়াও তিনি ব্যস্ত আছেন ভালোবাসা দিবসের একাধিক নাটকের কাজ নিয়ে। নতুন কাজ ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

শুরুতেই জানতে চাই, ‘ট্রল’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন? উত্তরে তাসনিয়া ফারিন বলেন, ‘মাত্র ক’দিনেই “ট্রল” দিয়ে এত সাড়া পাবো ভাবতে পারিনি। তবে বিশ্বাস ছিল এটি সবার ভালো লাগবে। কাজ করার সময়ই মনে হচ্ছিল ভালো কিছু হবে। আর এই নির্মাতার সঙ্গে এর আগেও কাজ করেছি। প্রথম কাজেই বুঝতে পেরেছি তিনি বেশ ভালো ও গোছানো। তাই এবারের কাজটি নিয়ে আমি শুরু থেকে আশাবাদী ছিলাম। অবেশেষে তাই হলো। ভালো কাজ হলে দর্শক দেখবেই, এটি তার প্রমাণ।’

‘ট্রল’-এ ভিন্ন এক অপূর্বকে দেখেছে দর্শক। আর এ কারণেই কি এটি এতো সাড়া ফেলেছে? জানতে চাইলে তিনি বলেন, ‘গল্প, চরিত্র ও নির্মাণ এসব মিলিয়েই একটি কাজের সফলতা আসে। “ট্রল”র গল্পটি অসাধারণ। এর গল্প একেবারেই সমসাময়িক। অপূর্ব ভাইয়ের চরিত্রটি দারুণ। আমি তাকে আগে কখনই এ ধরনের চরিত্রে অভিনয় করতে দেখিনি। আর পরিচালকও খুব যত্ন করে কাজটি ফুটিয়ে তুলেছে। সব মিলেই কাজটি দর্শকদের মনের মতো হয়েছে।’

আপনাকে খুব একটা ধারাবাহিক নাটকে দেখা যায় না, এর কারণ কী? উত্তরে ফারিন বলেন, ‘আমি খণ্ড নাটকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মনে করি, এখন সময়টাও একক নাটকের। এর মধ্য দিয়ে দর্শকের কাছে সহজেই যাওযা যায়। তবে ধারাবাহিক নাটক করবো না এমনটা বলছি না। ভালো গল্প ও চরিত্র হলে অবশ্যই কাজ করবো।’

এখন কি নিয়ে ব্যস্ত আছেন? জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ভালোবাসা দিবসের নাটকের কাজ করছি। এর মধ্যে বেশ ক’টি নাটকের শুটিং করেছি।’

 

Comment here