সারাদেশ

বিয়ের দাবিতে কলেজছাত্রের বাড়িতে স্কুলছাত্রীর অনশন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় কলেজছাত্র সবুজ বিশ্বাসের (২২) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছে দশম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৪)। গতকাল রোববার সকাল থেকে ওই স্কুল ছাত্রী উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামে সবুজের বাড়িতে অনশন করছে।

সবুজ হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী পশ্চিমপাড়া গ্রামের আলেক আলী বিশ্বাসের ছেলে। তিনি পাংশা সরকারি কলেজের ছাত্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আলেক বিশ্বাসের বাড়ির কাছে উৎসুক জনতার ভীড়। পাশ্ববর্তী গ্রামের স্কুল পড়ুয়া মেয়ে বিয়ের দাবিতে সবুজ বিশ্বাসের বাড়িতে অনশন করছে। ওই স্কুলছাত্রীর মা তার মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেকবার অনুরোধও করেছেন।

ওই স্কুল ছাত্রী বলে, ‘প্রায় দুবছর আগে থেকে সবুজের সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। একে অপরকে গভীর ভালবাসি এবং কেউ কাউকে ছাড়া বাঁচবো না। এ ছেলেকে ভালবাসার কারণে আমার বাবা-মা শুধু শুধু থানা পুলিশ দিয়ে একাধিকবার হয়রানি করেছে তাকে। আমার নিজের ইচ্ছায় আমার ভালবাসার মানুষের বাড়িতে এসেছি এবং তাকে বিয়ে করে সংসার করতে চাই।’

ওই স্কুল ছাত্রীর মা বলেন, ‘এ বাড়ি থেকে আমার মেয়েকে ফিরে নেওয়ার চেষ্টা করছি। তবে থানা পুলিশে কোনো অভিযোগ করিনি।’

এদিকে সবুজের পরিবারের সঙ্গে একাধিকবার কথা বলার চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে কেউ অবগত করেনি।

 

Comment here

Facebook Share