সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকা বাড়িতে, প্রেমিক গেলেন বিয়ে করতে!

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলা উপজেলায় বিয়ের দাবিতে স্থানীয় শাকিল মিয়ার (২২) বাড়িতে অবস্থান নিয়েছে তার প্রেমিকা (১৬)। গতকাল বুধবার বিকেলে নবম শ্রেণির ওই স্কুলছাত্রী অনশনে বসলেও আজ বৃহস্পতিবার কৌশলে অন্যত্র বিয়ে করতে গেছেন তার প্রেমিক।

 

উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া গ্রামের বাসিন্দা শাকিল মিয়া। তার বাবার নাম এনারুল ইসলাম।

প্রেমিককে বিয়ের দাবিতে কিশোরীর অবস্থানের বিষয়টি জানতে পেরে শাকিলের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন আমাদের সময়’র এই প্রতিনিধি। কিশোরী জানায়, গত এক বছর ধরে শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন শাকিল। বুধবার তারই এক বন্ধুর মাধ্যমে কিশোরী জানতে পারে শাকিলের বিয়ের কথা।

নবম শ্রেণির ওই স্কুলছাত্রী আমাদের সময়কে বলে, ‘শাকিল বিয়ে করতে যাবে শোনার পর আমি তার বাড়িতে অবস্থান নেই। কিন্তু তার পরিবার আমাকে তাদের বাড়ির গেটে রেখে চালাকি করে বের হয়ে যায়। জানতে পেরেছি শাকিল বিয়ে করে ফেলেছে। এখন পর্যন্ত (বিকেল) তারা বাড়িতে ফেরত আসেনি।’

কিশোরীর দাবি, শাকিল তাকে বিয়ে না করলে, সে নিজের বাড়ি ফিরে যাবে না। সে এখনও শাকিলের বাড়িতে অবস্থান করছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Comment here

Facebook Share