বিয়ে করছেন অবশেষে জয়া আহসান - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

বিয়ে করছেন অবশেষে জয়া আহসান

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন করে সংসার পাতার ইঙ্গিত দিয়েছেন দুই বাংলার  জনপ্রিয় এই অভিনেত্রী।

মঙ্গলবার (০৭ মে) বিদেশী এক সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ইঙ্গিত দেন।

প্রশ্ন ছিল, ‘আপনার সম্পর্ক নিয়ে যে এত জল্পনা… সেটল করবেন কবে?’ জবাবে রহস্য রেখে খানিক হেসে জয়া বলেন, গসিপ থাকুক না। মজাই লাগে। সেটল তো হতেই হবে। দেখি কী হয়। সময়ই বলবে। তবে যত দিন আরাম করে থাকা যায়। আঙুলে বাঁ হাতে ওই হাতকড়াটা এখনই পরতে চাই না…।

কোলকাতায় শিগগিরই রিলিজ হতে চলেছে জয়া অভিনীত সিনেমা ‘কণ্ঠ’। ছবিতে তার সঙ্গে পর্দা শেয়ার করেছেন পাওলি দাম। দু’জনের মধ্যে কোনো মেঘ জমেছিল- এমন প্রশ্নে জয়া জানান, এটা অন্যদের ক্ষেত্রে হতে পারে। আমার কখনও হয় না। আসলে ক্যামেরার সামনে তো একটা অন্য জোন। সেখানে অভিনেতারা সেলফিশ হয়। সেখানে কেউ ডিজঅনেস্ট থাকে না বলেই আমার বিশ্বাস।

সামনে কী কী কাজ আসছে প্রশ্নে জয়া বলেন, ‘ফুড়ুত্’ এর কাজ চলছে। ‘বিউটি সার্কাস’ রিলিজ হবে ঢাকাতে। আর কোলকাতায় কৌশিকদার সঙ্গে একটা কাজ হওয়ার কথা আছে।

সামনে পরিচালনায় নামবেন কিনা? জয়া বলেন, না না। এটা হবে না। অভিনয় নিয়ে হাফ পাগল হয়ে আছি। আর পাগল হতে চাই না।

Comment here