নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা (১৪) নামের এক কিশোরী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দিবাগত রাতের যে কোনো সময় উপজেলার চকখানপুর দওপাড়া হিন্দু পাড়া গ্রামের নিজ ঘরে সে আত্মহত্যা করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শম্পা বালা শেরপুর হিন্দু পাড়া গ্রামের দীনেশ চন্দ্র গায়েনের মেয়ে।
এলাকাবাসী জানায়, গত সাতদিন আগে শম্পা বালার বিয়ে ঠিক হয়। কিন্তু পারিবারিক কলহের কারণে সেই বিয়ে ভেঙে যায়। বিয়ে সংক্রান্ত কলহে দেড় মাস আগেও শম্পা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসে। গতকাল বুধবার রাতে ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ে ভেঙে যাওয়ায় শম্পা বালা আত্মহত্যা করছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।
Comment here