বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১২২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনাসহ নিহত ১২২

অনলাইন ডেস্ক :পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিক লোকসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন সেনা, ৮০ জঙ্গি ও ৩৫ বেসামরিক নাগরিক। নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১ জনই নারী।

ব্রিটিশ গণমাধ্যম দ্য স্কাই নিজউ জানায়, গতকাল মঙ্গলবার উত্তর বুরকিনা ফাসো শহরের পাশে প্রতিবেশী দেশ মালি সীমান্ত ঘেষা সাহেল এলাকার আরবিন্দায় জঙ্গিদের হামলায় ৩৫ বেসামরিক নাগরিক নিহত হন।

এরপর দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮০ জঙ্গি নিহত হন। অন্যদিকে, জঙ্গিদের গুলিতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন।

দেশটির সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়, কয়েক ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ হয়।

বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে বলেন, ‘আমাদের সেনারা বীরত্বপূর্ণ পদক্ষেপে ৮০ জঙ্গিকে নিস্ক্রিয় করতে পেরেছে। এই বর্বর হামলায় ৩৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী।’

জঙ্গিদের আক্রমণে এত সংখ্যক নারীকে কেন হত্যা করা হলো তা এখনো পরিষ্কার ধারণা করতে পারেনি দেশটির সরকার।

বুরকিনা ফাসোতে বেশ কয়েকটি জঙ্গি সংগঠন রয়েছে। বেসামরিক নাগরিক হতাহত বেশি হলে তারা সাধারণত হামলার দায় স্বীকার করে না। এ হামলাতেও কেউ দায় স্বীকার করেনি।

Comment here