বুড়িগঙ্গা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বুড়িগঙ্গা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার পাশে বুড়িগঙ্গা নদীর ওয়াজঘাট এলাকা থেকে মো জামাল উদ্দিন (৪০) নামের এক পুলিশ সদস্যর ভাসমান মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-পুলিশ। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পল্টুনের মাঝে বুড়িগঙ্গা নদীতে পড়ে নিখোঁজ হন। আজ শনিবার সকালে লাশ ভেসে উঠলে নৌ-পুলিশ তা উদ্ধার করে।

এ বিষয়ে সদরঘাট নৌ-পুলিশের উপপরিদর্শক শহিদুল আলম জানান, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সকালে তার মরদেহটি ভেসে ওঠে। পরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

Comment here