উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেই দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দেশের উত্তর-উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।
এই সময়ে আকাশ আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
Comment here