সারাদেশ

বৃষ্টির পর বাড়তে পারে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু থেকে মাঝারি আকারে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। একই স্কেলে তা আরও দুই-একদিন থাকতে পারে। তবে মাসের শেষ দিকে দুই-তিন দিনের বৃষ্টির পর তাপমাত্রা বাড়তে পারে। এরপর বেড়ে যেতে পারে শীতের তীব্রতা।

আজ রোববার সকালে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘২৮ জানুয়ারি থেকে তাপমাত্রা একটু বাড়বে। আর ২৯ ও ৩০ জানুয়ারির দিকে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় তাপমাত্রা আরও একটু বাড়বে। তবে বৃষ্টি শেষে তাপমাত্রা আবার কমে যাবে। তখন শীতের তীব্রতাও বাড়বে।’

আজকের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে বলেও জানান ড. মো. আবুল কালাম মল্লিক।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শনিবার রাতের তথ্যানুযায়ী- রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, শ্রীমঙ্গল ও রাঙামাটি অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ২ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আর পরবর্তী ৫ দিনে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Comment here

Facebook Share