বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বৃষ্টি কমে বাড়বে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে বৃষ্টির পরিমাণ কমে আসবে, বাড়বে তাপমাত্রা। রাতে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, যশোর ও খুলনা অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা আরও বাড়তে পারে। আর পরবর্তী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

 

Comment here