নিজস্ব প্রতিবেদক : ঢাকা, সিলেটসহ আট বিভাগের কোথাও কোথাও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে এবং এটি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। আজ রোববার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নেত্রকোনা, রাঙ্গামাটি ও হাতিয়ায় ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গে ৩৬ দশমিক ২ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ২ ডিগ্রি, সিলেট ও ঈশ্বরদীতে ৩৫ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
Comment here