বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক

অনলাইন ডেস্ক:বিখ্যাত ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসনটি দখল করলেন টেসলা ও স্পেসএক্সের মালিক এলন মাস্ক। যার সম্পদের পরিমাণ ১৮ হাজার ৫০০ কোটি ডলার। সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে টেসলার শেয়ারের দাম বেড়ে যাওয়ায় শীর্ষে উঠে আসেন মাস্ক। আর দ্বিতীয় অবস্থানে নেমে যান বেজোস, যিনি ২০১৭ সাল থেকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে যার সম্পদের মূল্য প্রায় ১৮ হাজার ৪০০ কোটি ডলার।

মাস্কের সম্পদের পরিমাণ ফুলে ফেঁপে পাহাড় সমান হয়েছে বিদায়ী বছরে। অথচ ওই বছরের শুরুতে তার সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি ডলার। টেনেটুনে শীর্ষ ৫০ ধনীর তালিকায় ছিলেন তিনি। তবে মাত্র ১২ মাসে সেই সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি ডলার। টেসলার ইলেকট্রিক কারের চাহিদাই এই সম্পদ বৃদ্ধির বড় কারণ। সেই সঙ্গে পুঁজিবাজারেও তরতর করে বেড়েছে শেয়ারের দর।

আরও মজার তথ্য হলো মাত্র দেড় বছর আগে টেসলার শেয়ারের মূল্য কমে যাওয়াতে বড় ধরনের লোকসানে পড়তে হয়েছিল। এর ফলে আইনি ও নিয়ন্ত্রকদের পক্ষ থেকে মাস্কের নেতৃত্ব প্রশ্নবিদ্ধ হয়। অথচ এক বছরের মধ্যে পাশার দান ঘুরে গেল। টেসলার শেয়ারের দাম বেড়েছে ৯ গুণ।

গত বছরের জুলাইয়ে বিনিয়োগগুরু ওয়ারেন বাফেটকে সরিয়ে বিশ্বের সপ্তম শীর্ষ ধনী হন মাস্ক। এরপর তিনি বিল গেটসকে ছাড়িয়ে ধনীর তালিকায় দ্বিতীয় অবস্থানে চলে আসেন। আর সর্বশেষ বেজোসকে সরিয়ে প্রথম বারেরমতো বিশ্বের শীর্ষ ধনীর আসনটি দখল করলেন এলন মাস্ক।

Comment here