বেতন না দেওয়ায় সাকিবের কাঁকড়া হ্যাচারির শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেতন না দেওয়ায় সাকিবের কাঁকড়া হ্যাচারির শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা :সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় অবস্থিত ক্রিকেটার সাকিব আল হাসানের ‘সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড’-এর (কাঁকড়া হ্যাচারি) শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। গত চার মাস ধরে বেতন না পেয়ে বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা।

একাধিকবার সময় নিয়েও বেতন না দেওয়ায় আজ সোমবার সকালে আন্দোলনে নামেন ফার্মের দুই শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, তাদের চার মাস ধরে কোনো বেতন দেওয়া হয় না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা। করোনা পরিস্থিতিতে ঘরে খাবার নেই। না খেয়ে দিন কাটাচ্ছে ছেলে-মেয়েরা।

রহিমা বেগম নামের এক নারী শ্রমিক বলেন, ‘বাড়ির সন্তান ও পরিবার ফেলে প্রজেক্টে কাজ করেছি অভাবের তাড়নায়। ঠিকমতো বেতন না পাওয়ায় খুবই কষ্টে আছি।’

এদিকে, স্থানীয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।’

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, এক মাসের বেতন বকেয়া রয়েছে। ফার্ম কর্তৃপক্ষ ৩০ এপ্রিলের মধ্যে বেতন পরিশোধ করবেন বলে জানিয়েছেন।

Comment here