বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারী আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারী আটক

শরীফুল ইসলাম বেনাপোল(যশোর) প্রতিনিধিঃ  যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোষ্টে বৈদেশিক মুদ্রাসহ এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামি- মোঃ মোজাম্মেল হোসেন (৪০) সে নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন আঃ রহিমের ছেলে।
৪৯ বিজিবি’র আমড়াখালি চেকপোস্টের নায়েব সুবেদার শাহিন আলম জানান, সোমবার (২ মার্চ) সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনে তল্লাশি চালালে এসময় এক যাত্রীর গতিবিধি সন্দেহ হলে তার ব্যাগ ও দেহ তল্লাশিকালে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার মার্কিন ডলারসহ মোজাম্মেল হোসেন নামের এক মুদ্রা পাচারকারীকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত রুপি ও ডলারসহ পাচারকারীকে মুদ্রা পাচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

Comment here