শরীফুল ইসলাম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ    যশোরের বেনাপোলে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ  মোঃ আমির হোসেন নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃত আসামি- মোঃ আমির হোসেন (২৭) সে বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালী গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
শুক্রবার(১৩ মার্চ) রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে মশিয়ারের মাছের ঘের এর সামনে অভিযান চালিয়ে ১৫৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ তাকে আটক করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উদ্ধার ভারতীয় ফেন্সিডিল সহ আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
				 
            

 
                                 
                                 
                                
Comment here