বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ৩২ জন আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারী ৩২ জন আটক

মোঃ আওয়াল হোসেন  বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল গাতিপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় নারী পুরুষ হিজড়া ও শিশু সহ ৩২ জন কে আটক করেছে ২১বিজিবি বর্ডারগাড সদস্যরা।
২৪নভেম্বর রবিবার ভোরে গাতিপাড়া পোষ্ট পেছনে সীমান্তের মাঠ থেকে তাদেরকে আটক করা হয়।আটকৃতদের বাড়ি ঢাকা,মোড়লগজ্ঞ,মুন্সিগজ্ঞ,বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।
২১বিজিবি দৌলতপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজামেল হোসেন জানান, বিজিবির টহল দল রবিবার ভোরে গাতিপাড়া পোষ্টের পাশে সীমান্তের মাঠ থেকে অভিযান চালিয়ে ১১ জন নারী, ১৭জন পুরুষ,২জন হিজড়া ও ২ শিশু সহ মোট ৩২জনকে আটক করে।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়াধীন।

Comment here