মোঃআওয়াল হোসেন : যশোর বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মেহেরুননেসা (২৮) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৪ অক্টোবর) ৫সময় তাকে আটক করা হয়।
আটক মেহেরুননেসা যশোর সদর এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিসিডিলসহ তাকে আটক করা হয়।
আটক আসামিসহ ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
Comment here