সারাদেশ

ব্যবসায়ীরা কথা রাখেননি : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীরা তাদের কথা রাখেননি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সয়াবিন ও পাম তেলের বাজারে অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসায়ীদের বিশ্বাস করা ভুল হয়েছে। তারা কথা রাখেননি।

আজ সোমবার বেলা ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজার ব্যবস্থাপনা নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘গত কয়েকদিন ধরে তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হচ্ছে। কিন্তু কোথাও বলা হচ্ছে না, আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়েছে। নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করেছি। আমরা তা প্রকাশ করব।’

টিপু মুনশি বলেন, ‘ব্যবসায়ীদের বিশ্বাস করে আমরা ভুলটা করেছি। এটাই আমদের ব্যর্থতা তাদের বিশ্বাস করা। তেল বাজার থেকে উধাও করার কারসাজি করেছে খুচরা বিক্রেতারা। সেইসঙ্গে ব্যবসায়ীরা কথা রাখেনি, রোজায় তেলের দাম না বাড়ানোর অনুরোধ তারা রাখেনি।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী জুন থেকে আবারও ১ কোটি পরিবারকে ন্যায্য মূল্যে নিত্যপণ্য দেবে টিসিবি।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

Comment here

Facebook Share