ঢাকা-ভাঙ্গা রেলপথ আগামী ১০ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেই ট্রেনে করেই পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন তিনি।
জনসভা সফল করতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নীতি নির্ধারক, প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফরউল্লাহ বলেন, ‘অনেক বাধা-বিপত্তি আর নাটকীয়তার অবসান ঘটিয়ে আগামী ১০ অক্টোবর ভাঙ্গায় জনসভা করবেন। বিরোধীরা অনেক চেষ্টা চালিয়ে ছিল জনসভাকে বানচাল করতে। কিন্তু তাদের আশা ভন্ডুল হয়েছে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘একটা জিনিস স্পষ্ট ভাঙ্গার লোকদের জন্য আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক বাধার পরেও ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে জনসভা করতে রাজি হয়েছেন। সেটা ফরিদপুরের পক্ষে তিনি একটা দোয়ার বরকত দিচ্ছেন আমাদের।’
তিনি আরও বলেন, ‘আমরা নেত্রীর বক্তব্য শুনতে চাই। সে কারণে আমরা যতদূরসম্ভব জনসভা সফল করতে লোকের সমাগম বেশি করে ঘটাব, যেন নেত্রী বুঝতে পারেন ভাঙ্গার জনগণ তাকে অনেক ভালোবাসেন। ১০ অক্টোবর খেলা হবে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শ্রমিক নেতা ফাইজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরীফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীসহ ইউনিয়ন ও পৌর সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।
Comment here