ভারতের যেখানে আছেন শেখ হাসিনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভারতের যেখানে আছেন শেখ হাসিনা

গত ৫ আগস্ট ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সেদিন থেকেই তিনি ভারতে রয়েছেন বলে জানা গেছে। কড়া নিরাপত্তায় তাকে রাখা হয়েছে এবং গোপন রাখা হয়েছে ঠিকানা। অবশেষে জানা গেল ভারতের কোথায় রয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক সূত্রের বরাতে দাবি করেছে, তাদের কাছে তথ্য আছে শেখ হাসিনা কোথায় অবস্থান করছেন।

আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমানে রাজধানী নয়াদিল্লির লুটিয়েনস বাংলো জোনের একটি সেইফ হাউসে বসবাস করছেন শেখ হাসিনা। ভারত সরকারের মন্ত্রী, জ্যেষ্ঠ এমপি ও শীর্ষ কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত বাড়ির মতো লুটিয়েনসের বাংলোতে শেখ হাসিনাকে তার মর্যাদা অনুযায়ী একটি বাড়ি দেওয়া হয়েছে। তবে শেখ হাসিনার গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার জন্য বাড়িটির সঠিক ঠিকানা প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছে দ্য প্রিন্ট।

এ ছাড়া নিরাপত্তার সঠিক প্রটোকল মেনে তিনি লোধি গার্ডেনে হাঁটতেও বের হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র প্রিন্টকে জানায়, ‘তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সার্বক্ষণিক তার সঙ্গে সাদাপোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকেন। তিনি সেখানে ২ মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন। তার থাকার জন্য সব ব্যবস্থাই করা হয়েছে।’

আরেকটি সূত্র জানায়, ‘বিমানঘাঁটিতে বেশিক্ষণ থাকা তার সম্ভব ছিল না। সেখানে সেই ব্যবস্থাই ছিল না। তাই কয়েকদিনের মধ্যে তাকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয় এবং লুটেন্সে তার জন্য নিরাপদ একটি বাড়ি ঠিক করা হয়।

প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, দিল্লির এই এলাকাটি কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো। দেশটির অনেক বর্তমান ও সাবেক শীর্ষ পার্লামেন্ট সদস্যরা এখানে থাকেন। তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এখনো শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কিছু জানায়নি।

Comment here