ঢামেক প্রতিবেদক : রাজধানীতে ভালোবাসা দিবসে ফুল কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মো. দিপু নামে (২৬) এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে মৎস ভবনের অদূরে হাইকোটের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত দিপুর গ্রামের বাড়ি বরিশালে। মা মারা যাওয়ার পর থেকে তিনি যাত্রাবাড়ীর মৃধা বাড়ি এলাকায় মামা মোশাররফের বাসায় থাকতেন। তার বাবার নাম জামাল সরদার। দুই ভাইয়ের মধ্যে দিপু ছিলেন বড়।
নিহতের খালাতো ভাই মো. মাহবুব জানান, আজ ভালোবাসা দিবস। তাই দিপু ভোর আনুমানিক ৪টার দিকে ফুল কেনার উদ্দেশ্যে শাহবাগ এলাকায় গিয়েছিল। ভোরে মৎস ভবনের অদূরে হাইকোর্টের সামনের রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় পড়েছিল সে।
পরে লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে (শাহবাগ) জানানো হয়েছে।
Comment here