বিনোদন

ভিডিও নিয়ে সমালোচনা, যা বললেন চিত্রনায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিয়া ভাই’খ্যাত চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ফারুকের একটি ভিডিও সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে ফারুক বলেন, ‘সালমান শাহ কী? এমন আহামরি কি সে, এত কথা বলো, কী সে… তোমার হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি’- তার এমন মন্তব্যে ফেসবুক জুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

এই ভিডিও’র সঙ্গে শাকিবকে নিয়ে ফারুকের পুরোনো একটি ভিডিও সাক্ষাৎকারও যোগ করা হয়েছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক প্রশ্ন রাখেন শাকিব কী করেছে চলচ্চিত্রের জন্য? আর এই চলচ্চিত্র কী ওর বাবার সম্পত্তি নাকি?

দুটো ভিডিও একসঙ্গে প্রকাশের পর অনেকেই ফারুকের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিষয়টি সম্পর্কে জানতে দৈনিক আমাদের সময় অনলাইন’র পক্ষ থেকে যোগাযোগ করা হলে চিত্রনায়ক ফারুক বলেন, ‘আমি কাউকে ভয় পাই না। আমি যা সত্য তাই বলেছি। আর যেই ভিডিওটি নিয়ে মানুষ কথা তুলেছে। এখানে আরও অনেক কথা হয়েছে। কথার প্রসঙ্গে কথা এসেছে। পুরো বিষয়টি জানতে হবে।’

তিনি আরও বলেন, ‘সালমান শাহ আসলেই কী? শাকিব তো তার চেয়ে অনেক বেটার। অনেক আগেই টপকে গেছে। সালমান একটা নকল ছবি করেছে। সেটা দিয়ে… যাই হোক। ওইটা সুপার হিট হয়েছে। সালমান শাহ পরে কী করেছে। তাকে চলতে হয়েছে তো আমাকে নিয়েই। সাপোর্টিং ক্যারেক্টার ছাড়া এরা আসতে পারে নাই। কিন্তু শাকিব খান করছে।’

শাকিব সম্পর্কে ফারুক বলেন, ‘বর্তমানে আমার দেখা একমাত্র, শাকিবের ছবি জনগণ নেয়। কেন নেয়? নিশ্চয়ই ওর ভেতরে গুণ আছে। বর্তমানে যারা অভিনয় করেন নায়করা, নায়িকাদের কথা বলতে পারবো না আমি। নায়কদের মধ্যে আমার কাছে মনে হয়, শাকিব খানই বেস্ট ওয়ান। যেটা সত্য ওটা বলতে হবে। দরকার হলে আমি ওর সঙ্গে থাকবো। এসব ধুমবাজি করে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ধ্বংস করার পাঁয়তারা করছে একদল।’

ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে ফারুক আরও বলেন, ‘এই সাক্ষাৎকার আমি কাউকে দেইনি। দুঃখজনক কথা হলো, এই ধরনের কথা বলার আগে পুরোটা জানতে হবে। আর আমি আসলে এই ধরনের কোনো সাক্ষাৎকারও দেইনি। কথাটা টপকে গেছে। আমি বলতে চেয়েছি, সালমানের থেকে অনেক বেটার পারফরমেন্স করে শাকিব। এবং সালমান যদি বেঁচে থাকতো, তবে সেও বলতো। এইটুকু শুনে (ভিডিও সাক্ষাৎকার) কে কীভাবে নিল এটা আমার জানার প্রয়োজন নেই। আমি এগুলোর ধারও ধারি না। যেটা সত্যি কথা, সালমান শাহ কী? আরে এত ইতিহাস রয়ে গেছে পেছনে। সেগুলো নিয়ে তো কেউ কথা বলে না।’

সবশেষে, তিনি বলেন, ‘সালমানের (সালমান শাহ) জায়গায় সালমান থাকবে আর শাকিবের জায়গায় শাকিব থাকবে। তবে সালমান শাহ ভালো অভিনয় করতো। ভালো অভিনেতা ছিল। আর এও বলে রাখি, আগামী ১২ বছর পর্যন্ত শাকিবের হাত কেউ ধরতে পারবে না।’

Comment here

Facebook Share