আন্তর্জাতিক

ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর কিশোরকে জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক :

তুরস্কে ভূমিকম্পের ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকারীরা। স্থানীয় সময় আজ শনিবার ভূমিকম্পের পঞ্চম দিন ওই কিশোরকে উদ্ধার করা হয়।

advertisement

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, তুরস্কের হাতায় প্রদেশে ১৩ বছর বয়সী এই কিশারকে জীবিত উদ্ধার করা হয়। ওই কিশোরের নাম আরদা কান ওভুন। আজ সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলে একটি ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে তাকে উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়।

advertisement

গতকাল শুক্রবার দিবাগত রাতে তুরস্কের কাহরামানমারাসের ধ্বংসাবশেষ থেকে ব্রিটিশ ও জার্মান উদ্ধারকারীরা ১৫ বছরের এক কিশোরীকে নিরাপদে উদ্ধার করে।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ২৪ হাজার ৫০০ জনেরও বেশি মারা গেছেন।

এদিকে, তুরস্কে থাকা জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফথস সোমবারের ভূমিকম্পকে ‘এই অঞ্চলে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ’ বলে বর্ণনা করেছেন।

Comment here

Facebook Share