সারাদেশ

ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : দুই ঘণ্টা পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি নতুন ইঞ্জিনের মাধ্যমে ঢাকার উদ্দেশে ঘটনাস্থল থেকে ছেড়ে গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ জানান, সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের কাছে থেকে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে নতুন ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি ঢাকার উদ্দেশে ঘটনাস্থল থেকে ছেড়ে গেছে। দুই ঘণ্টা পরে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

 

 

Comment here

Facebook Share