ভোটকেন্দ্রে সচল থাকবে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভোটকেন্দ্রে সচল থাকবে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দুই সিটি নির্বাচনে যেসব প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র করা হচ্ছে, সেসব প্রতিষ্ঠানের নিজস্ব সিসি ক্যামেরা (ক্লোজড সার্কিট ক্যামেরা) ভোটের দিন চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পক্ষ থেকে বলা হয়েছে, এই ক্যামেরা শুধু ভোটের দিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি নয়, ভোটের দিন (৩০ জানুয়ারি) ও ভোটের আগের দিনও (৩১ জানুয়ারি) চালু রাখতে হবে।

ইসি বলছে, যেসব প্রতিষ্ঠানে ভোট হবে, সেই সব প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তার জন্য বিদ্যমান সিসি ক্যামেরাগুলো এই তিন দিন ব্যবহার করতে হবে। এ-সংক্রান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে কমিশনে গৃহীত হয়েছে বলে জানা গেছে।

তবে প্রতিষ্ঠানগুলো ভোট গ্রহণের সময় গোপন কক্ষের কোনো ছবি ক্যামেরায় নিতে পারবে না।

নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেনের স্বাক্ষর করা এক চিঠিতে প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Comment here