মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

মদিনায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

কামাল পারভেজ অভি,সৌদি আরব : সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি সোফা কারখানায় আগুন লেগে ছয় বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরেই আগুন ছড়ায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে গতকাল রাতে নিহত ছয় বাংলাদেশির বিষয়টি নিশ্চিত করেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ মহসীন হোসেন।

ওই দূতাবাস কর্মকর্তা জানান, ছয়জনের মধ্যে চারজনই অতিমাত্রায় অগ্নিদগ্ধ হওয়ায় তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের তালিকায় বাকি দুজন হলেন দুই ভাই মিজান ও আরাফাত। তারা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ সুখছড়ী চাম্বির পাড়া নিবাসী সুলতান আহমদের ছেলে।

তিনি জানান, নিহতদের মরদেহ শনাক্তে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানতে পারেনি সেখানকার স্হানীয় পুলিশ।

 

Comment here