রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আজ রবিবার বিকেল ৪টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, ‘বিকেল ৪টা ৫ মিনিটে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
Comment here