মহেশপুরে যাদবপুর কলেজ এমপিও ভুক্ত করায় আনান্দ র‍্যালি - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সাক্ষাৎকার

মহেশপুরে যাদবপুর কলেজ এমপিও ভুক্ত করায় আনান্দ র‍্যালি

আতিক পারভেজ- ঝিনাইদহ (প্রতিনিধি) : ঝিনাইদহ মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে ২০০৪ সালে যাদবপুর কলেজ প্রতিষ্ঠিত হয়, দীর্ঘ ১৫ বছর উপেক্ষা করে, যাদবপুর কলেজকে এমপিও ভুক্ত করায়  শিক্ষক – শিক্ষিকা,  ছাত্র-ছাত্রীদের মনে আনান্দ উল্লাসের ভরে উঠে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান (চঞ্চল)  এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে যাদবপুর কলেজ প্রাঙ্গণ থেকে যাদবপুর বাজার হয়ে মেইন মেইন স্থান গুলোতে র‍্যালি বের করেন। পরে যাদবপুর কলেজ প্রাঙ্গণে এসে র‍্যালি শেষ করেন।
ads
এসময় উপস্থিত ছিলেন – যাদবপুর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম, প্রভাষক মমিনুর রহমান, প্রভাষক আহাদ আলি, প্রভাষক মহাসিন আলি, প্রভাষক আমিরুল ইসলাম  বাবলু,  প্রভাষক হামিদ, প্রভাষক   কামরুজ্জামান, প্রভাষক রবিউল ইসলাম (স্বপন),
প্রভাষক রাকিব,  প্রভাষক নাজমুল ইসলাম, প্রভাষক মফিজ উদ্দীন, প্রভাষক হাফিজুর রহমান,  প্রভাষক কামরুজ্জামান ,  প্রভাষক গোলাম আজম,  রতনা ইসলাম,  সাবানা বেগম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ এর উপ -দপ্তর সম্পাদক আতিক পারভেজ সহ অত্র কলেজের সকল ছাত্রছাত্রী বিন্দু।
পরিশেষে,  প্রতিষ্ঠানের হল রুমে আলোচনা ও দোয়া মাহফিলের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

Comment here