মাংস দিতে গিয়ে ফিরলেন লাশ হয়ে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মাংস দিতে গিয়ে ফিরলেন লাশ হয়ে

নিজস্ব প্রতিবেদক : কোরবানির মাংস নিয়ে মোটরসাইকেল যোগে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন নীলফামারীর সৈয়দপুরের মিজানুর রহমান (৩২)। উপজেলার চৌমহনীতে পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মিজানুর রহমান আজ রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত মিজানুর রহমান সৈয়দপুর শহরের বানিয়াপাড়ার বাসিন্দা। তিনি বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি ছিলেন।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে মোটরসাইকেলে করে এক আত্মীয়ের বাড়িতে কোরবানির মাংস দেওয়ার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান। পথে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমহনীতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comment here