মাসাকাজজার বিদায় ম্যাচে জিম্বাবুয়ের বিশাল জয় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

মাসাকাজজার বিদায় ম্যাচে জিম্বাবুয়ের বিশাল জয়

নাদিম খান : ট্রাইনেশন সিরিজে জিম্বাবুয়ের ফাইনাল খেলা অনিশ্চিত হয়ে ছিলো আগেই। তবু ও জিম্বাবুয়ের অন্যতম ব্যাটসম্যান এবং বর্তমান জিম্বাবুয়ে দলের ক্যাপ্টিন মাসাকাজজার বিদায় ম্যাচ বলেই হয়তো আফগান লেগিদের বিরুদ্ধে লড়াই করে দারুণ এক ম্যাচ জয় করে নিলেন জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী মাঠে খেলতে নামেন জিম্বাবুয়ে, তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন আফগান ক্যাপ্টিন রশিদ খান।

ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেন আফগান ২ ব্যাটসম্যান। প্রথম উইকেট জুটিতে ৮৩ রান করেন জাজাই এবং গুরবাজ। ৮৩ রানে জাজাই ফেরত গেলে ১০৭ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। তারপর ১৭ রান তুলতে আরো ৩ উইকেট হারায় আফগান ব্যাটসম্যানরা। আফগানের দারুন শুরু মাঝ পথেই কাটা হয়ে দাঁড়ান জিম্বাবুয়ে বোলাররা। নাইব,নিয়াজি এবং রশিদ খানের চেষ্টায় ১৫৫ রানের সংগ্রহ করেন আফগানিস্তান। ১৫৫ রান সংগ্রহ করতে ৮ উইকেট হারান আফগানরা।

১৫৬ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাটিং এ নামেন জিম্বাবুয়ে। আফগানিস্তানের মত তেমন ভালো শুরু হয়নি জিম্বাবুয়ের। দলীয় ৪০ রানের মাথায় টেইলরের উইকেট হারায় জিম্বাবুয়ে। তারপর আর পিছুটান দিতে পারেন নাই আফগান বোলাররা। চাকাভা এবং মাসাকাজজা মিলে ৭০ রানের এক বিশাল জুটি বাঁধেন এই দুই জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা। সেই সময় আফগান বোলারদের বধ করেছেন এই দুই জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ১১০ রানে জিম্বাবুয়ের ২য় উইকেটের পতন ঘটে এবং ১৩৯ রানে ৩য় উইকেটের পতন ঘটান আফগান বোলাররা কিন্তু ম্যাচটাকে নিজেদের করতে পারেন নি আফগানরা।

৭ উইকেটের বিশাল জয়ে ম্যাচ এর ভূমিকা পালন করেন এমফোফো এবং মাসাকাজজা। এমফোফো ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন। এবং বিদায় ম্যাচে ৪২ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মাসাকাজজা।

Comment here