মিছিলের আগেই বিএনপি অফিস ঘেরাও - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মিছিলের আগেই বিএনপি অফিস ঘেরাও

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজ শনিবার ঢাকায় বিক্ষোভ মিছিল করবে বিএনপি। এর আগেই নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

এদিন সকাল ৯টার পরপরই বিপুল সংখ্যক পুলিশ বিএনপি কার্যালয়ের প্রধান ফটকের মুখোমুখি ফুটপাতে দাঁড়িয়ে বেষ্টনী তৈরি করে। এ সময় প্রধান ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির স্লোগান দিচ্ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৪০/৫০ জন কর্মী।

জানা গেছে, বিএনপি অফিসের ৫ গজ দূরেই পুলিশের সাঁজোয়া যান অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে নয়াপল্টনে দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজকে কোনো প্রকার বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথা আমাদের জানানো হয়নি।’

এদিকে, কার্যালয়ের ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অফিস কর্মীরা রয়েছেন। এদিন বেলা পৌনে ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে আসেন বলে জানা গেছে।

কারাগারে যাওয়ার পর থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন, প্রতীকী গণঅনশন, গণঅবস্থান, বিক্ষোভ সমাবেশ-মিছিল, গণসাক্ষরতা অভিযান, জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি পেশ ইত্যাদি রাজনৈতিক কর্মসূচি পালন করছে। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল এবং ৮ ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

দলটির নেতারা জানান, সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় জমায়েত করার লক্ষ্যে দলটি প্রস্তুতি নিয়েছে। সম্প্রতি যৌথসভা করে দলটির কেন্দ্রীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি ঢাকা মহানগরসহ রাজধানীর আশপাশের আট জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে বলা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দৈনিক মুক্ত আওয়াজকে বলেন, ‘বেলা ২টায় পূর্বঘোষণা অনুযায়ী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হবে। আমরা প্রস্তুতি নিয়েছি।’

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন খালেদা জিয়া। তার পর থেকে গত দুই বছরের অধিক সময় সাবেক এ প্রধানমন্ত্রী কারাগারে রয়েছেন।

Comment here