মিরপুরে একজনের মৃত্যু, ভবন ‘লকডাউন’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মিরপুরে একজনের মৃত্যু, ভবন ‘লকডাউন’

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি যে ভবনে থাকতেন, সেটি ‘লকডাউন’ করা হয়েছে। ওই ভবন থেকে যাতে কেউ বের হতে না পারে সেজন্য নজরদারি করছে পুলিশ।

আজ শনিবার বিকেলে দৈনিক মুক্ত আওয়াজ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘ওই ভবনে একজন করোনাভাইরাস পজিটিভ ব্যক্তি ছিলেন। এমন তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর। সতর্কতার জন্য আক্রান্ত ওই রোগীর সঙ্গে সম্ভাব্য চলাফেরা ও মেলামেশা করা ভবনের অন্যদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আইইডিসিআরের পরামর্শে পরিবারটি যে ভবনে থাকে সেটি ‘‘লকডাউন” করে রাখা হয়েছে। ওই পরিবারের একজন মারা গেছেন।’

ডিসি বলেন, ‘ওই পরিবারের কেউ যাতে বাসা থেকে বাইরে বের হতে না পারে সেই পরামর্শ দেওয়া হয়েছে।’ তবে ওই ভবন ঘিরে রাখা হয়নি শুধুমাত্র নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Comment here