মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত রেনু বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাত ১টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
জানা গেছে, রেনু বেগম উপজেলার নবগঠিত ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান বেপারীর মেয়ে ও উয়ার্শী ইউনিয়নের নবগ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী।
পরিবার সূত্র জানায়, রেনু বেগম ২৩ এপ্রিল অসুস্থ অবস্থায় ঢাকার মিরপুর থেকে গ্রামের বাড়ি কামারপাড়া যান। গত শনিবার উপজেলা স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করার পর সোমবার তার করোনা পরীক্ষার প্রতিবেদনে পজেটিভ আসে। পরদিন মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের নানা সমন্বয়হীনতায় দীর্ঘ ১৪ ঘণ্টা পর তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রেনু বেগম।
নিহতের একমাত্র ছেলে দেলোয়ার হোসেন টাইফন দেশের বাইরে সেনাবাহিনীর মিশনে আছেন। ফলে স্বজনদের অনুমতিতেই তাকে ঢাকার রায়ের বাজার বদ্ধভূমি নতুন কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, ‘গতকাল বুধবার রাত ১টার দিকে করোনা আক্রান্ত নারী রেনু বেগম মৃত্যুবরণ করেন। আল মারকাজুল নামে একটি সংগঠন তাকে রায়ের বাজার বধ্যভূমি নতুন কবরস্থানে দাফন করার কথা রয়েছে।’
Comment here