মির্জাপুরে পাকূল্যা বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মির্জাপুরে পাকূল্যা বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর থানার পাকূল্যা বাসষ্ট্যান্ডে ঢাকাগামী রোডে মাইক্রোবাস (হাইয়েচ) ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে গেছে। এতে ঘটনাস্থলেই চালক হাসান (৩০), হেলপার ইমন (২৫) ও যাত্রী গোলাম মওলা ওরফে শামীম (২৮)  নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মীম (২৪) নামে অপর এক যাত্রী। আহত মীমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার অনুমানিক পৌনে পাঁচটার  দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত শামীম ও আহত মীম স্বামী-স্ত্রী। তাদের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায়। শামীম ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চাকরি করেন।  ঈদের ছুটি শেষে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। আর চালক ও হেলপারের ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকায়।

এ বিষয়ে মির্জাপুর হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাফ্ফর হোসেন জানান, দুর্ঘটনাকবলিত হাইয়েচ ও কাভার্ড ভ্যান গোড়াই হাইওয়ে থানা হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comment here