‘মির্জা ফখরুল সাহেব মিথ্যাচার বন্ধ করুন’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘মির্জা ফখরুল সাহেব মিথ্যাচার বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস মহামারির সময় মিথ্যাচার না করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। তিনি বলেন, ‘মির্জা ফখরুল সাহেব মিথ্যাচার বন্ধ করুন, মানুষের পাশে দাঁড়ান।’

আজ শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।

এস এম কামাল বলেন, ‘দেশে মোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ৪ হাজার ৭৭১ জন, মেম্বার ৪১ হাজার ১৩৯ জন। এর ভেতরে অনিয়ম করেছে ১০ জন চেয়ারম্যান ও দুজন মেম্বার। এদের ভেতরে যারা আওয়ামী লীগের তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ব্যবস্থা নিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। কিন্তু আপনাদের দলের যে দুজন চেয়ারম্যান অভিযুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?’

আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের নেতাকর্মীরা কি মানুষের পাশে দাড়িয়েছে? যারা চোর চোর করছেন তাদের কাছে অনুরোধ গুটিকয়েক মানুষের জন্য এতবড় ঐতিহ্যবাহী একটা সংগঠনকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে দেখুন কিভাবে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সততা নিয়ে দাঁড়াচ্ছে। সরকারি ত্রাণ সরকারি সংস্থাই বিতরণ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিজস্ব অর্থায়নে জনগণের পাশে দাঁড়াচ্ছে। আপনারা এবং আপনাদের নেতাকর্মীরা আজ কোথায়? মানুষের এই অসহায়ত্ত্ব নিয়ে রাজনীতি না সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষের পাশে দাঁড়ান।’

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আজকে উন্নয়ন, গণতন্ত্র ও শান্তির প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেমন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন পাশাপাশি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী যারা করোনাভাইরাস মোকাবিলায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদেরকেও উৎসাহ, অনুপ্রেরণা দিচ্ছেন। সাথে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হবে সেই নির্দেশ যেমন প্রশাসনকে দিচ্ছেন, তেমনি দলীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিচ্ছেন। শেখ হাসিনা জানেন প্রাকৃতিক দুর্যোগ, মহামারি কিভাবে মোকাবিলা করতে হয়। অতীতেও তিনি জনগণকে সাথে নিয়ে দক্ষতার সাথে দুর্যোগ মোকাবিলা করেছেন। এই মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা প্রনয়ন করেছেন। শেখ হাসিনা এক অনন্য, তিনি জনগণের নেত্রী কখন কিভাবে জনগণের পাশে কিভাবে দাঁড়াতে তা তিনি ভালো করেই জানেন। করোনাভাইরাসের এই বিশ্ব মহামারিতে যেখানে উন্নত বিশ্বের দেশগুলো যখন মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে আমাদের মতো জনবহুল দেশে কিছু ভুল ত্রুটি হতেই পারে। শেখ হাসিনার প্রজ্ঞা, সততা এবং দক্ষ নেতৃত্বে আল্লাহ্ রব্বুল আলামিন এই মহামারি থেকে বাঙালি জাতিকে রক্ষা করবেন।’

বিএনপি মহাসচিব মির্জাফখরুলকে উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুভঙ্করের ফাঁকির কথা বলেন, শুভঙ্করের ফাঁকি থাকে আপনাদের নেত্রীর কথায়, শুভঙ্করের ফাঁকি থাকে আপনাদের কথায়। আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখনই মানুষ প্রতারিত হয়েছে বঞ্চিত হয়েছে। এই মহামারির সময় সমালোচনা না করে, রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান।’

ফেসবুক স্ট্যাটাসে এস এম কামাল আরও বলেন, ‘শেখ হাসিনা যা বলেন তার ভেতরে কোনো শুভঙ্করের ফাঁকি থাকে না। তিনি যা বলেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন, সেটা আপনারা বিশ্বাস না করলেও বাংলাদেশের জনগণ বিশ্বাস করে। তিনি যা বলেন তা তিনি করে দেখান। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে ইনশাআল্লাহ কোনো মানুষ না খেয়ে মারা যাবে না এবং এই বৈশ্বিক মহামারি থেকে দেশ ও জাতি রক্ষা পাবে। সকলে ঘরে থাকুন, সচেতন থাকুন এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন।’

Comment here