জাতীয়

মিলান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাসস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির মিলান শহরে পৌঁছেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মিলান পৌঁছান। মিলান সফরকালে তিনি এক্সেলসিয়ার হোটেল গালিয়ায় অবস্থান করবেন।

এর আগে বেলা ১টা ২০ মিনিটে ট্রেনে করে রোম থেকে মিলান শহরের উদ্দেশে যাত্রা করেন শেখ হাসিনা।

রোম সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে সাংস্কৃতিক বিনিময়, রাজনৈতিক বিষয় ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়া দুজনের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হয়।

এই সফরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে অংশ নেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় বেলা ১টা ৪০ মিনিটে আমিরাত এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মিলান মালপেন্সা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। ৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে তার।

Comment here

Facebook Share