মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ মার্চ

মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় নির্মিত কালাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ভবন নির্মাণ ও হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আগে যে তালিকা করা হয়েছিল সেখানে ভুলক্রমে যারা আওতাভুক্ত নন তাদের নাম এসেছে। আবার অনেকে যাদের নাম আওতাভুক্ত হওয়ার কথা তাদের নাম বাদ পড়েছে। সেজন্য আমরা তালিকা প্রকাশের কাজ তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছি। এ মাসের ৩০ তারিখে সেটা হবে। কারও নাম ভুলভাবে বাদ গেলে তিনি যদি সেটি আমাদের নজরে আনেন, তবে তা সংশোধন করব।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশ করে জাতির সামনে সেটি উপস্থাপন করা হবে। আপত্তির গ্রহণের জন্য ৩০ দিন সময় দেওয়া  হবে। আপত্তি না থাকলে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আমরা খসড়া তালিকা প্রকাশ করব। ইনশাল্লাহ ২৬ মার্চ আমরা মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘কারও ব্যাপারে যদি তদন্তাধীন থাকে সেই তদন্ত নিষ্পত্তির পর তারা যদি মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন, তবে তারা সংযুক্ত হবেন।’

এর আগে মন্ত্রী ফিতা কেটে ওই স্কুলের নতুন নির্মিত ভবনের কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষাবিদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

আয়োজকরা জানান, আধুনিক সুযোগ সুবিধা, সাইন্স ল্যাব ও কম্পিউটার ল্যাবের জন্য আলাদা কক্ষসহ তিনতলা বিশিষ্ট স্কুল ভবনটি ৫ কোটি ৫৭ লাখ টাকা ব্যায়ে সামিট গ্রুপের পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়েছে।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, সামিট গ্রুপের কর্মকর্তা মোজাম্মেল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন প্রমুখ।

Comment here