মুজিববর্ষ উদযাপনের নামে বাড়াবাড়ি নয় : কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মুজিববর্ষ উদযাপনের নামে বাড়াবাড়ি নয় : কাদের

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উদযাপনের নামে কোনো ধরনের বাড়াবাড়ি না করার জন্য নেতাকমীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভা শেষে সাংবাদিকের তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মুজিববর্ষ উদযাপনের নামে মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। কেননা ক্ষমতা আজ আছে কাল নেই।’

‘পোস্টার ও বিলবোর্ডে যেন আত্মপ্রচারের মাধ্যম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমতি ছাড়া ম্যুরাল স্থাপন করা যাবে না’, যোগ করেন তিনি।

গণতন্ত্র ও দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে বলেও যৌথ সভায় মন্তব্য করেন দলটির জ্যেষ্ঠ এই নেতা।

Comment here