ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের আমলেই অনেক সমস্যার সমাধান হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধরণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেছেন, ‘মোদি সরকারের আমলেই অনেক সমস্যার সমাধান হয়েছে। তার নতুন মেয়াদে তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলো দ্রুতই সমাধান হবে বলে বিশ্বাস করি।’
সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মারবে এমন মানসিকতা পোষণ করে না সরকার। শেখ হাসিনার সরকার খালেদা জিয়ার প্রতি অমানবিক নয়।’
ঈদের পর সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন তিনি।
Comment here