নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিজয় কিবোর্ড মোবাইলে বাধ্যতামূলক করা হচ্ছে, কারণ এর মালিক মোস্তাফা জব্বার সরকারের মন্ত্রী। এটা ভয়ংকর দুর্নীতি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘পত্রিকায় দেখলাম লন্ডনে বাংলাদেশিরা বাড়ি কিনছে। এরা সবাই ক্ষমতাসীন দলের সুবিধাভোগী, লুটেরা। যাদের চপ্পল ছিল না পায়ে, তারা এখন রোডমাস্টার নিয়ে ঘুরে বেড়ায়। তাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে।’
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের মূল ইতিহাস বিকৃত করছে। গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করেছে। দেশে আজ দুর্ভিক্ষের অবস্থা। গত ১২ বছরে সরকার বিএনপির ৬০০ জনকে গুম করেছে, লক্ষাধিক মামলায় দলটির ৩৭ লাখের অধিক কর্মীকে আসামি করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা আন্দোলনে আছি। আওয়ামী লীগ হচ্ছে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। আর বিএনপি গণতন্ত্রের জন্য।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির জনস্রোত ঠেকানো যাচ্ছে না। দলটির জোয়ার থামবে না। আমাদের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ হয়ে গেছে।’
বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন এ্যানীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।
Comment here