সারাদেশ

মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ

আবারও মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কী কারণে ইন্টারনেট বন্ধ করা হলো সে বিষয়ে জানা যায়নি। চলমান কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে এর আগেও ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

গত মাসে আন্দোলকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে প্রায় এক সপ্তাহের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়। পরে প্রথমে ব্রডব্যান্ড ইন্টারনেট ও পরে মোবাইল ইন্টারনেট খোলা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর খোলা হয় ফেসবুক ও টিকটকও।

গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ অসহযোগ আন্দোলনে রাজধানীর বেশ কয়েক জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ অবস্থায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হলো। এ ছাড়াও ফেসবুক ও হোয়াটসঅ্যাপও বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

একটি বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সময়কে বলেন এটা এখন আর আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে আমরাও দেখছি বন্ধ হয়ে যাচ্ছে।

Comment here

Facebook Share