মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মোহাম্মদপুরে বহুতল ভবনে আগুন, নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের একটি বহুতল ভবনে আগুন লেগে মাবিয়া বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মোহাম্মদপুরের বাঁশবাড়ি মন্দির রোডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৯টা ১৩ মিনিটের দিকে ১৪তলা ভবনের ষষ্ঠ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করে।

তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মৃতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজার এলাকায় পাঁচতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি গ্যারেজে আগুন লেগে শিশুসহ তিনজন নিহত ও পাঁচজন দগ্ধ হয়।

Comment here